আমার প্রশ্ন : (১) সলাতে রফউল ইয়াদাইন করলে কি সলাত হাবেনা?
(২) নবী(স) কি প্রথম যুগে রফউল ইয়াদাইন করেছেন আর শেষ দিকে করেন নাই?
(৩) নবী(স) এর যুগে কি কেউ বগলে মূর্তি রাখত বলে নবী(স) রফউল ইয়াদাইন করেতন?
উত্তর
জ্বী, সালাতে রফউল ইয়াদাইন করলে নামায হবে। তদ্রুপ না করলেও সালাত হবে। উভয়টিই সহীহ হাদীস দ্বারা সাব্যস্ত। নবীয়্যুল্লাহ সা. প্রথম যুগে রফউল ইয়াদাইন করেছেন আর শেষে করেন নি এমন কোন প্রমান হাদীসে নেই। বগলে মূর্তি রাখার কথাটি ভিত্তিহীন।