As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4006

হাদীস

প্রকাশকাল: 17 Jan 2017

প্রশ্ন

ড আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের ইসলামী আকীদা বইতে হাদিসের রেফারেন্স দেওয়া এই ভাবে ধরুন, বুখারি আস সহীহ ২/৪৫৬। এখন আমি আল হাদিস নামক এক অ্যাপ দিয়ে হাদিসের নং এর রেফারেন্স মিলাই। কিন্তু স্যারের বইতে উক্তভাবে রেফারেন্স দেওয়া, এখন আমি এই সিস্টেম থেকে হাদিস নং কিভাবে বের করব?

উত্তর

বইয়ের শেষে দেখুন তালিকা আছে যে, কোন প্রকাশনীর বই থেকে তিনি রেফারেন্স দিয়েছেন। ঐ প্রকাশনীর বই সংগ্রহ করে মিলাতে হবে। আর সেই বইগুলো সব আরবী। আরবী না জানলে আপনি মিলাতেও পারবেন না। কারণ এভাবে খন্ড ও পৃষ্ঠা নাম্বার লিখা হয়, হাদীস নং নয়।