আসসালামু আলাইকুম হুজুর, আমার বোনের স্বামী মারা যাই ৬ মাস আগে। তার বিবাহযোগ্য ২ জন মেয়ে আছে। ১ ছেলে ৯ বছর বয়স। তাদের ঘরভিটা চারা আর কোন জায়গা জমি নাই, অন্য কোন আয়ের উৎস নাই। ব্যাংক এ টাকা আছে স্বর্ণ আছে নিসাব পরিমাণ। এখন আমি জানতে চাচ্ছি যে ব্যংকের টাকা থেকে interest তুলে কি ওরা পারিবারিক খরচ মেটাতে পারবে? নাকি সুদ হিসাবে গুনাহগার হবে। এছাড়া এদের অন্য কোন উপায় নাই। তার উপর কি যাকাত ফরজ হবে?