As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3999

অর্থনৈতিক

প্রকাশকাল: 10 Jan 2017

প্রশ্ন

আসসালামু আলাইকুম হুজুর, আমার বোনের স্বামী মারা যাই ৬ মাস আগে। তার বিবাহযোগ্য ২ জন মেয়ে আছে। ১ ছেলে ৯ বছর বয়স। তাদের ঘরভিটা চারা আর কোন জায়গা জমি নাই, অন্য কোন আয়ের উৎস নাই। ব্যাংক এ টাকা আছে স্বর্ণ আছে নিসাব পরিমাণ। এখন আমি জানতে চাচ্ছি যে ব্যংকের টাকা থেকে interest তুলে কি ওরা পারিবারিক খরচ মেটাতে পারবে? নাকি সুদ হিসাবে গুনাহগার হবে। এছাড়া এদের অন্য কোন উপায় নাই। তার উপর কি যাকাত ফরজ হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনার বোনের স্বামী মারা যাওয়ার পর তার মালিকানাধীন সম্পদ সেটা ব্যাংকের টাকা হোক বা অন্য কিছু হোক, সেটা ওয়রিশদের মাঝে অটোমেটিক বন্টিত হয়ে গেছে। সেই হিসাবে আপনার বোন বা তার সন্তানগণ নিসাবের অধিকারী কিনা দেখুন। যদি তাদের কেই নিসাবের অধিকারী হয় তাহলে তার উপর যাকাত ফরজ, যাকাত দিতে হবে। ব্যংকের টাকা থেকে interest তুলে পারিবারিক খরচ চালানো জায়েজ নেই। এটা সম্পূর্ণ সুদ, সুতরাং হারাম। তাদের যেহেতু টাকা আছে আপনারা তাদেরকে ব্যবসা করতে সহযোগিতা করুন কিংবা অন্য হালাল উপায়ে উপার্যনের সহযোগিতা করুন। টাকা থাকলে উপায় বের করতে খুব একটা সমস্যা হবে না। প্রয়োজনে 01762629405 যে কোন দিন এশার পর