As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3998

অর্থনৈতিক

প্রকাশকাল: 9 Jan 2017

প্রশ্ন

আসসালামু আলাইকুম প্রিয় ভাই। আমি একটি INGO তে চাকরি করি। এখানে ইন্স্যুরেন্সের একটি পলিসি আছে। আমার সন্তান হয়েছে আলহামদুলিল্লাহ গত মাসে। এখন ডেলিভারি হতে যত খরচ হয়েছে তার খরচের বিল জমা দিলে আমাকে খরচের টাকা গুলো দেয়া হবে। এটাই হল পলিসি। এখন এই টাকা নেয়াটা ঠিক হবে কিনা আমি বুঝতে পারছি না। দয়া করে একটু জানাবেন নেয়াটা ঠিক হবে কিনা?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। যদি আপনার থেকে কোন টাকা না নিয়ে উক্ত কোম্পানী এই ইন্সুরেন্সের ব্যবস্থা করে তাহলে আপনার টাকা নেয়া জায়েজ। কারণ এটা হবে কোম্পানীর পক্ষ থেকে একটি সুবিধা। আর যদি টাকা নেই তাহলে এটা জায়েজ হবে না। কারণ তখন সুদের বিষয় এবং অন্যান্য হারাম বিষয় চলে আসবে। প্রয়োজনে 01762629405 যে কোন দিন এশার পর।