যেকোন নফল রোযা রাখতে গিয়ে(যেমন প্রতি মাসে ১৩, ১৪,১৫ অথবা অন্য কোন নফল রোযা) যদি দিনের একটা অংশে গিয়ে খুব কষ্ট এবং দূর্বল অনুভব করার কারনে ভেংগে ফেললে কি কাফফারা দিতে হবে?
অথবা আমি একজন চাকুরীজীবি। মাঝে মাঝে কাজের চাপ এবং কষ্টকর কাজ হয়ে থাকে যাতে স্বাভাবিকভাবে রোজা পালন করা অনেক কষ্টষাধ্য হয়ে যায়। এমতাবস্থায় সিয়ামের জন্য এরূপ নিয়াত হলে কোন কোন সমস্যা হবে? যেমন সাহরী খাওয়ার সময় নিয়াত করলাম যদি সম্ভব হয় রাখবো আর বেশী কষ্ট হলে ভেংগে ফেলবো।