আমার পিতা একজন সরকারী ব্যাংকের(সূদভিত্তিক) কর্মকর্তা। আমি বি এস সি চতুর্থ বর্ষের একজন ছাত্র(KUET)। বাসা কুষ্টিয়া এবং বিশ্ববিদ্যালয় খুলনাতে হবার দরুন আমি বিশ্ববিদ্যালয় এর হল এ থাকি। আমি আমার যাবতীয় খরচ আমার পিতার কাছ থেকেই নিয়ে থাকি। যেহেতু আমার পিতার আয় হালাল নয় সেহেতু আমি নিয়্যাত রেখেছি যে আমি তার কাছ থেকে যত টাকাই নিচ্ছি সেটা ঋণ হিসেবে নিচ্ছি। আল্লাহ তৌফিক দিলে আমি পড়াশোনা শেষে এই ঋণ ধীরে ধীরে মিটিয়ে দিব। আমি পড়াশোনার ক্ষতির ভয় এবং অনেকটা অলসতার কারনে সেভাবে টিউশনি খুজি নাই। এখন আমার প্রশ্ন স্যারের কাছে এভাবে পিতার কাছ থেকে ঋণ এর নিয়্যাত এ মাসিক টাকা নেওয়া আমার জন্য হালাল হচ্ছে কিনা?