As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 398

তাওহীদ

প্রকাশকাল: 3 Mar 2007

প্রশ্ন

Assalamualaikum. My niece is 8 years old. She received birthday invitation from her freind. Is she allowed to attend the birthday party with her mother? JazakAllahu Khair.

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ইসলামে জন্মদিন পালন বলতে কিছু নেই । এটা অন্য ধর্মের মানুষ কর্তৃক সৃষ্ট। সুতরাং কোন মূমিনের জন্য উচিৎ নয় জন্মদিন পালন করা, কারো জন্মদিনের অনুষ্ঠানে যোগ দেয়া, কাউকে জন্মদিনের শুভেচ্ছা জানানো কিংবা শুভেচ্ছার জবাব দেয়া।