আসসালামু আলাইকুম। ভাই আমি বিবাহের মোহর আদায়ের সুন্নাহ তরীকা জানতে চাই। কারণ আমার বিবাহের এক বছর এর কিছু বেশি সময় হয়ে গেছে কিন্তু সম্পূর্ণ মোহর আদায় করতে পারি নাই। কারণ পরিমাণ মোহর ঠিক করাহয়েছে তা আমার জন্য অনেক বেশি। তবে আমার নিয়ত আছে পরিশোধ করার।
উত্তর
ওয়া আলাইকুমুস সালাম। সুন্নাত তরীকা হলো বাসর ঘরে প্রবেশ করার পূর্বে মোহর পরিষোধ করা। পরে দেয়া জায়েজ।