As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3972

বিবিধ

প্রকাশকাল: 14 Dec 2016

প্রশ্ন

একজন ব্যাক্তির দুই জন স্ত্রী প্রথম জন মারা গেসে, দিতীয় জন বেচে আছে তবে দিতীয় জনের কনো ছেলে মেয়ে নাই, প্রথম জনের আছে। তাহলে কি সামীর সম্পদ দুই জন পাবে?

উত্তর

না, যে স্ত্রী বেঁচে আছে অর্থাৎ দ্বিতীয় স্ত্রী শুধু স্বামীর সম্পদ পাবে। আর প্রথম স্ত্রীর সন্তানরা পিতার থেকে মিরাছ পাবে।