Assalamu Alikum Obarakatuh ……জনাব, আমি প্রত্যেক সপ্তাহে দুটি সওম করি (সোমঃ ও বৃহঃ) । আমার সাহরি হল, রাতে study শেষ করে 11.30PM or 12.00am রাতের খাবার খেয়ে থাকি, রমাদানের মত আর আলাদা কোন খাবার খাওয়া হয় না । আমার রোজার কি কোন সমস্যা হবে?
উত্তর
ওয়া আলাইকুমুস সালাম। সিয়াম হবে। তবে শেষ রাতে সাহরী খাওয়া সুন্নাত এবং সাহরী বরকতময় খাবার।