আসসালামু আলাইকুম আমি ছোটখাটো একটি কসমেটিকের দোকান দিতে যাচ্ছি। এখন কথা হচ্ছে কসমেটিক মধ্যে অনেক সময় অরিজিনাল/ ডুপ্লিকেট থাকে আমি যদি কাস্টমারের সামনে সে প্রোডাক্ট শো করাই তারা যদি স্ব ইচ্ছায় স্বল্পমূল্যে সে প্রোডাক্ট নেয় সেক্ষেত্রে কি কোন সমস্যা হবে। আমার কাস্টমাররা বেশিরভাগই মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত শ্রেণীর সেক্ষেত্রে তারা চায় কমের ভিতরে যেটা আছে সেটা । এখানে আমার কোন গুনাহ হবে? হয়তো আমি ব্যাপারটা গুছিয়ে বলতে পারিনি। আশা করি বুঝে নেবেন