As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3965

অর্থনৈতিক

প্রকাশকাল: 7 Dec 2016

প্রশ্ন

আসসালামু আলাইকুম আমি ছোটখাটো একটি কসমেটিকের দোকান দিতে যাচ্ছি। এখন কথা হচ্ছে কসমেটিক মধ্যে অনেক সময় অরিজিনাল/ ডুপ্লিকেট থাকে আমি যদি কাস্টমারের সামনে সে প্রোডাক্ট শো করাই তারা যদি স্ব ইচ্ছায় স্বল্পমূল্যে সে প্রোডাক্ট নেয় সেক্ষেত্রে কি কোন সমস্যা হবে। আমার কাস্টমাররা বেশিরভাগই মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত শ্রেণীর সেক্ষেত্রে তারা চায় কমের ভিতরে যেটা আছে সেটা । এখানে আমার কোন গুনাহ হবে? হয়তো আমি ব্যাপারটা গুছিয়ে বলতে পারিনি। আশা করি বুঝে নেবেন

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। নকল পণ্য বিক্রি করলে রাষ্টের এমন আইনের বিরোধীতা করা হয় যা শরীয়ত বিরোধী না। সুতরাং কোন অবস্থাতেই নকল পণ্য বিক্রি করা যাবে না। স্বীকৃত যে সব কোম্পানীর প্রডাক্ট নিম্নমানের, দাম-কম সেগুলো বিক্রি করবেন, নকল জিনিস বিক্রি করবেন না।