As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3954

যাকাত

প্রকাশকাল: 26 Nov 2016

প্রশ্ন

গচ্ছিত কিছু সম্পত্তি আছে যার উপর যাকাত ফরজ হয়েছে, কিন্তু ব্যাংক থেকে ঋন নিয়ে নিজে বসবাস করার জন্য ফ্ল্যাট কেনা হয়েছে এবং সেখানে বর্তমানে বাস করা হচ্ছে (ঋনের পরিমান গচ্ছিত যাকাত যোগ্য সম্পত্তির চেয়ে বেশি)…. মাসিক কিস্তিতে ব্যাংক লোন শোধ করা হচ্ছে…. এমতাবস্থায় যাকাতের বিধান কি?

উত্তর

আপনার কাছে গচ্ছিত যাকাতযোগ্য যে সম্পত্তি আছে তার যাকাত দিত হবে।ব্যাংক ঋন যাকাত দেয়ার ক্ষেত্রে ঋন হিসাবে গণ্য নয়। কারণ ব্যাংক ঋন নেয়ার সময় পরিষোধ করার যোগ্যতা দেখানোর জন্য যে সম্পদ দেখাতে হয় সেটা ঋনের বিপরীতে আপনার মূলধন হিসাবে গণ্য। বিস্তারিত জানতে দেখুনhttps://www.youtube.com/watch?v=rmVcMP69zso।