As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3949

অর্থনৈতিক

প্রকাশকাল: 21 Nov 2016

প্রশ্ন

আমি সুধি ব্যাংক এ কাজ করি। এক ছেলে ৩ বছরের .ওয়াইফ ডাঃ . আমার মা বাবা সাথেই থাকতেন। বাবা মারা গেছেন কিছুদিন আগে। মা আছেন। সুখী ই বলা যায়। নামাজ পড়ি। ব্যাংক এর সুদের জব ছাড়া ইন্সাআল্লাহ তেমন খারাফ কিছু নাই আমার বা আমার ফ্যামিলির কার ও। হবি হল দান করা .আমার ভাল লাগে। লুকিয়ে দান করা। আমার কোন সম্পত্তি নাই। তবু ও আমি আল্লাহ উপর ১০০% সন্তুষ্ট .
এখন বলি আমার প্রশ্ন — এত ভাল থাকার জন্য আমি কি শুকরিয়া আদায় করব আল্লাহর কাছে?কারন আমি তো আল্লাহর নিষিদ্ধ কাজ সুদ এর ব্যাংকে জব করেই ভাল আছি। বড় বেতন পাই তাই ভাল ভাবে চলতেছি। এটা নিয়ে শুকরিয়া আদায় কি এক ধরনের অপরাধ বা বেয়াদবি হবে না? জব ছাড়ার প্লেন আছে মনে মনে।

উত্তর

আপনি দ্রুত এই চাকুরী ত্যাগ করে একটি হালাল কর্মের সন্ধান করুন। হারাম টাকা-পয়সা দিয়ে গড়া দেহের ইবাদত কবুল হয় না। আপনার মানসিকতা ভাল, দোয়া করি দ্রুত আল্লাহ যেন আপনাকে একটা হালাল কাজের ব্যবস্থা করে দিন।