As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3941

অর্থনৈতিক

প্রকাশকাল: 13 Nov 2016

প্রশ্ন

কোন ব্যক্তি যদি একজন ব্যবসায়ী লোকের নিকট কিছু টাকা জমা রাখে কোন চুক্তিপত্র বা কোন সময় সীমা নির্ধারণ ছাড়াই । টাকা দিয়ে লোকটি ব্যবসা করে সে যদি টাকার মালিককে কিছু কিছু টাকা দেয় তাহলে কি তা সুদ হবে? এমনকি টাকার মালিক কখনো তার নিকট জোর করেন নি । আর সে টাকা খাটিয়ে ভালো ইনকাম করে সেখান থেকে সামান্য একটা অংশ দেয় টাকার মালিককে।

উত্তর

টাকা দেওয়ার আগে ব্যবসার চুক্তি না হরে এভাবে অতিরিক্ত টাকা সুদের আওতায় চলে আসবে। স্পষ্ট চুক্তি থাকতে হবে লাভ বা লসের কত ভাগ কে পাবে। এভাবে অতিরিক্ত টাকা নেয়া জায়েজ হবে না।