As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3933

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 5 Nov 2016

প্রশ্ন

আসসালামু আলাইকুম শায়খ … আমার একটা প্রশ্ন ছিলাে যদি আমাকে বলতেন তাহলে আমি অনেক উপকারিতা হতাম প্রশ্নটি হলাে আমার বাবা। ইন্তেকাল করছেন প্রাই ১৭ বছর হয়েছে এখন আমার বাবা একজন পীর পুজারী ছিলেন বিষয়টি আমি নিজে দেখেছি ওনি তার পীরের পায়ে সেজদা দিতেন এবং নামায ও পড়তেন এখন আমি তাে ওনার সন্তান আমি কি ওনার জন্য কোনাে দান সদকা করলে ওনি কি তা পাবেন আল্লাহ তাআলা কি ওনাকে এইসব দান সদকাহর বিনিময়ে ক্ষমা করবেন কি এবং আমি আমার বাবার জন্য কি করতে পারি একটু বলবেন, শায়খ অনেক উপকারিতা হতাম বিষয়টি বললে আপনি ধন্যবাদ শায়খ…

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনার পিতা নিঃসন্দেহে কবীরা গুনাতে লিপ্ত ছিল। আপনি তার জন্য ক্ষমা চাইবেন, দু্আ করবেন, সাধ্যনুযায়ী দান-সদকা করবেন।