As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3932

শিরক-বিদআত

প্রকাশকাল: 4 Nov 2016

প্রশ্ন

মসজিদে নামাযে কোন ব্যাক্তির মনে হলো যে সে লম্বা সিজদা করবে তারপর আবার মাইন্ড চেঞ্জ হলো যে এত লম্বা সিজদা করলে পাশের লোক কি ভাব্বে বা বলবে দেখ কি লম্বা সিজদা করতেছে..বা মনে করবে যে লোকটি নামায দেখাচ্ছে..কিন্তু পরক্ষণে সে ভাবল সে লম্বা সিজদা করবেই..লোক যাই ভাবুক না কেন..সে লমবা সিজদা করতেছে মনের সাথে লড়াই করে কিছুক্ষণ পর আবার মনে আসল যে এবার এক্টু বেশিই লম্বা সিজদা হয়ে যাইতেছে সে মানবীয় লজ্জাগত কারণে বা মানুষ কি মনে করবে এই কারণে সে সিজদা থেকে তাড়াতাড়ি উঠে যায়..যদিও প্রথমে মনের সাথে লড়াই করতেছিল পরে হেরে গেছে…এখন যেখানে আল্লাহকে ভয় পাওয়ার কথা ছিল সে মানুষ কি ভাব্বে এটার জন্য সে নামাযকে পরিবরতন করল..এখন তার কি সালাত হবে আর এটা রিয়ার মধ্যে পড়ে যাবে কি?

উত্তর

না, রিয়ার মধ্যে পড়বে না। তবে লম্বা সাজদা দিয়ে নামায বাসায় আদায় করলে এই সমস্যা আর থাকবে না।