As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3931

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 3 Nov 2016

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমি একটা বিষয় নিয়ে খুব উদ্বিগ্ন আছি অনুগ্রহ করে উত্তর দিলে উপকৃত হব । আমি ছোট থাকা অবস্থায় আমার বাবা মার বিবাহবিচ্ছেদ হয় । আমি আমার মায়ের কাছে বড় হয়েছি। আমার বাবা কখনই আমার কোন খোঁজ খবর নেই নি বিগত ১২ বছরে । ইদানিং তিনি আমার সাথে মাঝে মাঝে ফোন কথা বলে। তার টাকা পয়সার দরকার হলে আমার কাছে চায়। আমি দেওয়ার চেস্টা করি । কিন্তু আমার মা চাইনা যে আমি তার সাথে যো্যাযোগ করি। আমার মা জানতে পারলে তিনি কষ্ট পায়। আমি এটা জানি যে ইসলামে মা-বাবার সন্তুষ্টি খুবি বড় বিষয় । মা-বাবা যদি কাফের মুসরিক ও হয় তবুও তাদের সাথে সদাচারন করতে হবে। এখন আমি কিভাবে উভইকে সন্তুষ্ট রাখতে পারবো দয়া করে পরামর্শ দিলে উপকৃত হব । যাযাকাল্লাহ খাইরান।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি তো এক মধুর সমস্যায় পড়েছেন। আপনি আপনার আম্মাকে বুঝান সে আপনাদের সাথে খারাপ আচরণ করে খারপ হয়ে গেছে আপনারাও কি তার সাথে খারাপ আচরণ করে খারাপ হবেন? না ভালো আচরণ করে আল্লাহর প্রিয় বান্দা হবেন? আর আপনি টাকা পয়সা দেওয়ার বিষয়টি আপনার আম্মার থেকে গোঁপন রাখবেন।