As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3919

ত্বহারাত পবিত্রতা

প্রকাশকাল: 22 Oct 2016

প্রশ্ন

আসালামুআলাইকুম সমাজে প্রচলিত আছে -কাপড়ে বীর্য লাগলে তিন বার পানি দিয়ে ধুলে তবেই পাক হবে। এ বিষয়ে সুন্নাহ কি বিধান দিয়েছে জানাবেন?

উত্তর

ওয়া আলাকুমুস সালাাম। পাক হওয়ার জন্য শর্ত হলো আপনাকে নিশ্চিত হতে হবে যে, কাপড়ে বীর্জ বা নাপাকি আর নেই। সাধারণত ৩ বার ধৌত করলে এই নিশ্চয়তা আসে। তাই ৩ বার ধোয় সুন্নাত। তবে ৩ বার ধুয়েও যদি নিশ্চয়তা না আসে তাহলে নিশ্চিত হওয়া পর্যন্ত ধৌত করতে হবে।