As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3906

বিবিধ

প্রকাশকাল: 9 Oct 2016

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমি ইউরোপ এর একটি দেশে থাকি। এখানে আমরা মসজিদে সবসময় সালাত আদায় করতে পারিনা। আমরা মুসলিম প্রো নামে একটি এপস এর সাহায্যে সময় নির্ধারণ করি। মোবাইলে নটিফিকেশন আসার সাথে সাথেই নামাজে দাড়িয়ে যাই। অনেক সময় দেখা যায় আমরা/আমি জায়নামাজ বিছিয়ে নামাজের নটিফিকেশন আসার অপেক্ষায় থাকি। যেইমাত্র টুং করে শব্দ শুনি এক সেকেন্ড ও দেরী না করে নামাজের নিয়ত বেধে ফেলি। আমার প্রশ্ন হচ্ছে এভাবে সাথে সাথেই নামাজের নিয়ত বাধা কি সঠিক? নাকি একটু অপেক্ষা করে (অবশ্যই বেশি নয়) নিয়ত বাধা উচিত? কারন আমি যতটুকু জানি দুয়া কবুলের যে সময় গুলো আছে তার মধ্যে একটি হল আযান ও ইকামত এর মধ্যবর্তী সময়। আর একটা কথা নিজে নামাজ আদায় করলে কি ইকামত দিতে হয়? আমার কথাগুলো বুঝাতে পেরেছি কিনা জানি না। যদি বুঝে থাকেন আশা করি উত্তর পাব। জাযাকাল্লাহ্ ❤

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ইউরোপে থেকেও সালাতের প্রতি আপনার যে আন্তরিকতা আল্লাহ কবুল করে নিন। সালাতের সময় হওয়ার সাথে সাথে সালাত আদায় করাতে কোন সমস্যা নেই। তবে আপনি একটু দেরী করে সে সময় দুআও করতে পারেন। তবে জামায়াত হলে অবশ্যই আযান হওয়ার পর জামায়াত দাঁড়ানো পর্যন্ত অপেক্ষা করে জামায়াতে সালাত আদায় করতে হবে। ইকামত দিতে পারেন। ইকামত দেওয়া ভালো। ইকামত না দিলেও সমস্যা নেই।