As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3903

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 6 Oct 2016

প্রশ্ন

বাবা যদি ভুল করে, ভুল কথা বলে বা অন্য কাউকে নিয়ে অহেতুক সমালোচনা করে, সন্তান হিসেবে, আমি কি সেই ভুল ধরিয়ে দিতে পারি? এক্ষেত্রে প্রায় সময় বাবার সাথে আমার তর্ক হয়। আমার বাবা অনেক রাগী, রেগে গেলে অনেক উল্টা-পাল্টা কথা বলেন। তবে তিনি অনেক সৎ এবং এমনিতে ভাল মানুষ এবং পরোউপকারী।

উত্তর

আদবের সাথে ভুল ধরিয়ে দিতে পারেন। তর্ক-বিতর্ক করার প্রয়োজন নেই।