As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3901

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 4 Oct 2016

প্রশ্ন

আমার পরিচিত এক বোনের ঘটনা। তার হাজবেন্ড বাবা ও খালাত ভাইয়ের পার্টনারশিপ বিজনেস কোম্পানিতে চাকরি করে। রিয়েল এস্টেট বিজনেস তাদের। সম্প্রতি একটা সমস্যায় পড়ে হাজবেন্ডের বাবা ও খালাত ভাইয়েরা সুদী ব্যাংক থেকে লোন নিয়েছে। অন্য কোথাও থেকে এত টাকা লোন পাচ্ছিল না তারা। বোনটির হাজবেন্ড তখন কোম্পানির একাউন্টস দেখত, যেখানে তাকে সুদী লোনের হিসাব রাখতে হবে। এ কারণে বোনটি হাজবেন্ডের ইনকাম গ্রহণ করা থেকে বিরত থাকে। হাজবেন্ডকে তাগাদা দেয় যেন সে এখান থেকে বের হয়ে অন্য কোথাও চাকরি নেয়। কিন্তু চাকরি ছাড়ার ব্যাপারটা হাজবেন্ডের বাবা এবং খালাতো ভাই কেউই মেনে নিচ্ছে না। অফিসের একাউন্টসের দায়িত্ব ছাড়িয়ে তাকে এডমিন এন্ড পারচেসের দায়িত্ব দিয়েছে। আপাতত এই অবস্থায় অফিসের কর্মচারীদের বেতন দেয়া হচ্ছে সেই ব্যাংক লোন থেকে। বোনটি জানতে চায়, এই বেতন কর্মচারীদের জন্য অর্থাৎ তার হাজবেন্ডের জন্য হালাল হবে কি না? হালাল না হলে বোনটির করণীয় কী? উল্লেখ্য, বোনটি নিজেও হালাল উপায়ে ইনকাম করে।

উত্তর

বেতন হালাল হবে আশ করি, কারণ এখানে সুদের ব্যবসা হয় না। কিন্তু লোন নেওয়ার কারণে কোম্পানীর মালিক পক্ষের সকলের কবীরা গুনাহ হবে। যদি অন্য কোন উপার্জনের ব্যবস্থা থাকে তাহলে এই ধরণের কোম্পানী থেকে অবসর নেয়া জরুরী বলে মনে করি। কারণ তারা হারামের সাথে জড়িয়ে গেছে।