As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3894

পোশাক পরিচ্ছেদ

প্রকাশকাল: 27 Sep 2016

প্রশ্ন

নামাজের আগে মনে হয় কাপড় পাক নাই বা কাপড়ে প্রস্রাব লেগেছে এখন কি করতে পারি? বা কাপড় কেমনে পাক করবো বা নামাজ পড়ব। অন্য কোন পোশাক নাই আমি তখন অফিসে !

উত্তর

যে জায়গাতে প্রস্রাব লেগেছে সেই জায়গাটা কোনভাবে ধুয়ে নিয়ে নামায আদায় করবেন। যদি মাঝে-মধ্যে এমন হয় তাহলে অফিসে যাওয়ার সময় ব্যাগে আলাদা একটি কাপড় নিয়ে যাবেন, যাতে প্রয়োজনে সেটা ব্যবহার করতে পারেন।