As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3891

সালাত

প্রকাশকাল: 24 Sep 2016

প্রশ্ন

হানাফী মাজহাবে ফরজ নামাজে দুই ছিজদার মাঝখানে কোন দোয়া নাই,ফতোয়ায়ে আলমগীরী । মাস আলাটির সঠিক সমাধান কি? দয়া করে জানাবেন।

উত্তর

ফতোয়ায়ে আলমগীরীতে এটা আছে কিনা আমি জানি না।হাদীসটি লক্ষ্য করুন: عن ابن عباسٍ: كان النبي- صلى الله عليه وسلم -يقول بين السَّجدتينِ: اللهمَّ اغفِر لي، وارحَمني، وعافِني، واهدِني، وارزُقني ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদীস, রাসূলুল্লাহ সা. দুই সাজদার মাঝে এই দুআ পড়তেন اللهمَّ اغفِر لي، وارحَمني، وعافِني، واهدِني، وارزُقني সুনানু আবু দাউদ, হাদীস নং ৮৫০। শায়খ শুয়াইব আরনাউত হাসান বলেছেন, শায়খ আলবানী সহীহ বলেছেন।