আসসালামু আলাইকুম, আমার দুইটা প্রশ্ন ছিল । ১। [ আমার পিতা একজন সরকারী চাকুরীজীবী, তিনি তার জিপি ফান্ড এ টাকা এর উপর যাকাত দিবেন কি? তিনি আমাকে বললেন যে দিতে হবে না কারন জিপি ফান্ড এর টাকা সরকার উনাকে এখনো হস্তান্তর করেন নি । এইখেত্রে আমার পিতার করনীয় কি?]
২। [যদি আমার পিতা যাকাত দেন, তাহলে উনার একজন ভাই আছেন যিনি একজন মানসিক ভারসাম্যহীন, উনার ভরন পোষণ এর জন্য এই যাকাত এর টাকা তা কি ব্যায় করতে পারবেন মাসিক কিস্তি আকারে?]
ধন্যবাদ জাযাকাল্লাহ খাইরুন