As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3870

অর্থনৈতিক

প্রকাশকাল: 3 Sep 2016

প্রশ্ন

আসসালামুয়ালিকুম, আমাদের এখানে একজন আলেম বলেছেন, ট্যাক্স দেয়া হারাম, তাই আমাদের উচিৎ ট্যাক্স না দেয়া। কিন্তু ট্যাক্স না দেয়ার ক্ষেত্রে কৌশল হিসেবে মিথ্যা বলা যাবেনা। সে ক্ষেত্রে আমার এক বন্ধু একটা উপায় বের করেছে যা সে আমল করছে। তাহলো, তাঁর যে পরিমাণ ট্যাক্স আসে, সে পরিমাণ টাকা সঞ্চয় পত্র করে সেখান থেকে যে মুনাফা আসে বা সুদ আসে, তা দিয়ে ট্যাক্স এর টাকা ভরে থাকে। সে বলে যে, সে এক হারাম দিয়ে আরেক হারাম কাটছে। এক্ষেত্রে ইসলামের সঠিক নির্দেশনা জানতে চাই।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। সরকার পরিচালনার জন্য সরকার যদি ট্যাক্স নির্ধারণ করে তা দেওয়া আবশ্যক। রাস্তা-ঘাট, সরকারী হাসপাতাল, স্কুল-কলেজসহ অধিকাংশ সরকারী সেবাখাতসমূহ যেগুলো জনগনের খেদমতে লিপ্ত সবই এই ট্যাক্সের টাকায়। সুতরাং ট্যাক্স ফাঁকি দেয়া হারাম। অবশ্যই ট্যাক্স দিতে হবে। আপনার বন্ধু হারাম কাজে লিপ্ত।