আসসালামু আলাইকুম, আমার এলাকার মসজিদের ইমাম রাজনৈতিক কর্মকান্ডে জরিত দোকানে বসে নেতাদের সাথে আড্ডা দেয় ও সরকারি অফিসে সে চাকুরী ও করে,সেখানেও সিবিএ অফিসে থাকে, উনি একজন মাওলানা, এমতাবস্থায় উনার পিছে নামাজ পড়া কি জায়েজ হবে? অনাকে সরানোর ক্ষমতাও নেই বললেই চলে। তাছাড়া আমার আশে পাশে কাছে আর মসজিদ নেই,আমার নামাজ কি কবুল হবে? আমি একজন স্টুডেন্ট।