As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3850

অর্থনৈতিক

প্রকাশকাল: 14 Aug 2016

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমার প্রশ্নটা হলো, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন গাইড কোম্পানি টাকা দেয় এবং তা শিক্ষক কর্মচারীরা ভাগ করে নেয়। এর বিনিময়ে শিক্ষকগণ ঐ কোম্পানির বই ক্রয়ের জন্য ছাত্র/ছাত্রীদের উদ্ভুদ্ধ করেন। এই আয়টা হালাল কি না। দয়াকরে ব্যাখ্যাসহ বলবেন। উল্লেখ্য যে, বেশিরভাগ সময়েই এই টাকা নিয়ে কোম্পানির রিপ্রেজেন্টেটিভ ও শিক্ষকগণের মধ্যে দরকষাকষি করে নির্ধারিত হয়। যদি হালাল না হয় তাহলে এই টাকা নিয়ে গরীব কাউকে দান করা ভালো? নাকি না নেওয়াই ভালো? দয়াকরে বিস্তারিত বলবেন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এটা ইনকামের কোন বৈধ সোর্স নয়। কারণ এর মাধ্যমে শিক্ষকরা নিম্নমানের বই বা গাইড কিনতে ছাত্রদের উৎসাহিত করতে পারে, এতে শিক্ষার্থীদের ক্ষতি হবে। ২য় আরেকটি কারণ কিসের বিনিমেয় সে টাকা নিচ্ছে? যদি শিক্ষকরা কোম্পানীর কর্মচারী হয় যে, তারা বই বিক্র করে দিবে বিনিময়ে কমিশন পাবে তাহলে সমস্যা ছিল না। কিন্তু এখানে তো তাও না। যদি শিক্ষকরা কোম্পানীর চাকুরী করে তবুও শিক্ষক থাকা অবস্থায় নিজের ছাত্রদেরকে এই বই কেনার উৎসাহ দিয়ে কোন সুবিধা নেয়া বৈধ হবে না, কারণ এতে শিক্ষকের চাপের কারণে অনিচ্ছা সত্বেও নিম্নমানের বা অপছন্দের বই কিনতে সে বাধ্য। তবে অন্য কোথাও বিক্রি করে কমিশনে নিতে পারে।