As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3840

যাকাত

প্রকাশকাল: 4 Aug 2016

প্রশ্ন

আসসালামু আলাইকুম, সম্মানিত ওলাময়ে কেরাম, প্রথমে রইল রামাজানের শুভেচ্ছা। নাম প্রকাশে অনিচ্ছুক, আমর বয়স 30 । আমি একটি স্কুলে চাকুরি করি এবং পাশাপাশি একটি দোকান দিয়ে ব্যবসা করি। দোকানটি মূলত বিকাশ লোড ও কসমেটিক সামগ্রী। আমার প্রশ্নহল আমার কি যাকাত দেওয়া ফরজ, দিলে আমি আমার যাকাতের হিসেব কি ভাবে করব? আমার ব্যবসায়ের একটি বিবরণ নিচে দিলাম। বিকাশ : মোট ব্যবহৃত মূলদন 120000 /=
দোকানে অন্যান্য মালামাল অনুমানিক :=- 200000/=
ব্যাংক জমা 125000/=
ডিলার বাবত 150000/=
বাড়িতে আমর স্ত্রীর গহনা অনুমানিক :70000/=
মোট :665000/=
আমার কাছে বিভিন্ন বাবত ঋন আছে 250000?= টাকা
হুজুরের কাাছে আমার প্রশ্ন এই হিসেবে আমার কত টাকা যাকাত দেওয়া লাগবে। না কি যাকাত দেওয়া লাগবে না। জানালে উপকৃত হতাম

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ঋনের টাকা বাদ দিয়ে বাকী টাকার শতকারা আড়াই টাকা হারে যাকাত দিবেন । অর্থাৎ আপনি 415000 হাজার টাকা যাকাত দিবেন 10375 টাকা।