As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3831

বিবাহ-তালাক

প্রকাশকাল: 26 Jul 2016

প্রশ্ন

আসসালামুআলাইকুম। আমি নিতান্তই একটি প্রশ্নের উত্তর জানতে চাই। বিস্তারিত লিখলাম। আমরা চার ভাইবোন। মা বাবা আছেন। আমি দুই নাম্বার। আমার পরিবার আমার বড় ভাইয়ের বিয়ে দেওয়ার জন্য পাত্রী পছন্দ করেন। তারপর আমার পরিবার বিশেষ করে আমার বড় ভাইয়া আগে আমাকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সবাই পাত্র খুজতে থাকে। এক সময় দেখা যায় যে আমরা যাদেরকে পছন্দ করি তারা আমাকে পছন্দ করে না,আর যারা আমাকে পছন্দ করে আমি তাদের পছন্দ করি না, কারণ তারা ধারমিক নন। আমি চাই একজন practicing Muslim.এর মাঝে ৫-৬ মাস গত হয়। হঠাৎ ভাইয়ের জন্য দেখা সেই পাত্রীর বাবা প্রস্তাব দেন তার বড়ো ছেলের সঙ্গে আমাকে বিয়ে দেওয়ার জন্য । কিন্তু আমার বড়ভাইয়া মত দেননি । তিনি বলেন এটা নাকি জায়েজ নয়। এ বিষয়ে বিস্তারিত জানতে চাই। শরিয়ত সম্মত সমাধান। এক সাথে বা আলাদা আলাদাভাবে বড়ো ভাইয়া ওই মেয়েকে আমি ওই ছেলেকে বিয়ে করতে পারবো কি-না। আমার মা বাবা মত দিবেন যদি শরিয়ত সম্মত হয়। আর ছেলেটা খুব ধারমিক। আমার ভাইয়া ও ওই ছেলেটা সারের ছাত্র।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনার ভাই ঐ মেয়েকে বিবাহ করতে পারবেন আর ঐ মেয়ের ভাইও আপনাকে বিবাহ করতে পারবেন, শরীয়তে কোন সমস্যা নেই। সুতরাং আর দেরী করার দরকার নেই, আপনাপর চার জন্য দ্রতু শুভকাজ শেষ করতে পারেন। ।