As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3825

অর্থনৈতিক

প্রকাশকাল: 20 Jul 2016

প্রশ্ন

السلام عليكم ورحمه الله وبركاته যাকাত কী ভাবে আদায় করতে হয়? সাহেবে নিসাব পরিমান এর উপর যাকাত না কী এটার উপরে গুচ্ছিত বস্তুৱ উপরে যাকাত?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। যাকাতের নেসাবের মালিক হওয়ার হিজরী এক বছর পার হওয়ার পর যতটাকা বা যাকাতযোগ্য যত সম্পদ থাকবে সব টাকার বা সম্পদের ৪০ ভাগের একভাগ যাকাত দিতে হবে। যাকাত বিষয়ে অনেক প্রশ্নের উত্তর দেয়া আছে প্রয়োজনে আপনি সেগুলো দেখে নিতে পারেন।