As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3820

বিবাহ-তালাক

প্রকাশকাল: 15 Jul 2016

প্রশ্ন

আস্সালামুআলাইকুম। #তালাক শায়খ দয়া করে আমাকে উত্তর /পরামর্শ দিয়ে সাহায্য করবেন। কয়েকবার আহলে হক মিডিয়া ওয়েবসাইটে লিখেও কোন উত্তর পাইনি তাই এখানে লিখা। বিরক্ত করার জন্য ক্ষমা চাচ্ছি। আমার তিন বছর আগে এক রাতে আমার স্বামীর সাথে কথকাটাকাটির এক পর্যায়ে আমাকে বলে তোমাকে ত্যাগ করলাম । একবার কি দুবার বলেছে যদিও আমার সঠিক মনে নেই তবে একবার শুনেছি এটা মনে আছে। এরপর কিছুক্ষন পরই সব ঠি ক হয়ে যায় এবং আমরা একসাথে থাকি। আমার স্বামী বলেছে ও নাকি মন থেকে বলে নাই আমাকে ভয় দেখানোর জন্য বলেছে,আর বলার আগে নাকি আল্লাহ তাআলাকে বলেছে আমার নিয়ত নাই ওঁকে ত্যাগ করার। যাইহোক কিছুদিন পর ওঁকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে বলে ও নাকি কয়েকজন মুফতীর সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করেছেন উনারা বলেছেন নাকি তালাক হয়নি। (ওহ আমার স্বামী তাবলীগি) । আমি আগে তালাক সম্বন্ধে এত জানতামনা । দ্বীনের বুঝ আসার পর দেড় বছর আগে থেকে এটা নিয়ে খুব পেরেশান আছি কোন মুফতীর কাছে সরাসরি জানব সে সুযোগ ও নেই । আমার স্বামীকে এটা নিয়ে জিজ্ঞাসা করলে বারবার ও মারাত্মক রেগে যায় বলে আমি নাকি না থাকার জন্য এসব বাহানা খুঁজছি। আসলে যদি হারাম সম্পর্কে থাকি সেই ভয়ে আমার স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে। নামাজ কালামে ও মনোযোগ দিতে পারছিনা। দয়াকরে আমাকে সাহায্য করবেন। আমি শুধু আপনার কাছ থেকে সঠিক মাসআলাটা জেনে স্বাভাবিক জীবন কাটাতে চাই। জাযাকাল্লাহু খায়র

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, তালাক পতিত হয় নি। এই ধরণের শব্দ দিয়ে তালাক দিতে হলে নিয়ত জরুরী, যেহেতু আপনার স্বামীর নিয়ত ছিল না তাই আপনি তালাক হয়ে যান নি। চিন্তার কারণে নেই।কাজ-কর্মে, ইবাদত-বন্দেগীতে মন দিন। উত্তর পেলে জানেবেন।