As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3817

ব্যক্তিগত ও তাবলিগ

প্রকাশকাল: 12 Jul 2016

প্রশ্ন

বয়স 49 বছর তার গত বুধবার (22শে এপ্রিল) পিড়িয়ডের অল্প ব্লাড দেখা গেছে। কিন্তু মাঝে দুইদিন আর দেখা যায় নাই। এখন পোষাকে লাগে না কিন্তু টিস্যু ব্যবহার করলে তাতে ব্লাড দেখা যায়। এই অবস্থায় নামাজ ও রোজার কি করবো?

উত্তর

প্রথম যেদিন ব্লাড দেখা গেছে সেদিন থেকে টিস্যু ব্যবহার করলে ব্লাড দেখা না যাওয়া পর্যন্ত নামায রোজা বন্ধ রাখবেন। তবে যদি ১০ দিন পর হয়ে যায় তাহলে ১১ তম দিন থেকে নামায রোজা শুরু করবেন।