As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3804

সালাত

প্রকাশকাল: 29 Jun 2016

প্রশ্ন

আস-সালামু-আলাইকুম হযরত। আমি উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক। আমি একটা বিষয় সম্পর্কে আপনার কাছে জানতে চাই, দয়া করে কুরআন হাদিসের আলোকে যদি একটু বলেন তাহলে উপকৃত হতাম। হযরত, তারাবির নামাজ কি একসাথে চার রাকাআত করে পড়া যায়, মানে ২ রাকাআত না পড়ে ৪ রাকাআত করে পড়া যেমন, জহুরের ৪ রাকাআত সুন্নতের মতো? হযরত যদি আমাকে একটু জানান তাহলে কৃতঘ্ন থাকবো। আল্লাহ আপনাকে উত্তম জাজা দান করুক।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। হ্যাঁ, ৪ রাকআত করে পড়া যায়। রাসূলুল্লাহ সা. রাতে ৪ রাকআত একসাথে পড়েছেন। সহীহ বুখারী, হাদীস নং ২০১৩।