As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3789

অর্থনৈতিক

প্রকাশকাল: 14 Jun 2016

প্রশ্ন

Assalamualaikum আমি পেরিস এ থাকি। আমরা তিনজন বন্ধু মিলে ছোট একটি হালাল রেস্তোরাঁ দিতে চাইতেছি। কিন্তু পেরিস এ রেস্তরাঁ উপর সরকারের অনেক টেক্স নিরধারিত জা আমাদের ছোট রেস্তোরাঁ মালিকদের সম্পরন টেক্স দিয়ে রেস্তরা চালানো সম্ভব নয় কিংবা কস্টকর। সারের নিকট আমাদের প্রশ্ন হলো আমরা যদি সম্পুর্ন টেক্স না দিয়ে কিছু টেক্স দেই আর কিছু টেক্স ফাকি দিয়ে থাকি তাহলে কি আমাদের ইনকাম করা টাকা হালাল হবে। এই সম্পর্কে ইসলামের ফতোয়া কি? এই বিষয় টা ক্লিয়ার হতে পারলে আমাদের অনেক উপকার হয়।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ট্যাক্স ফাঁকি দেয়ার কারণে আপনারা গুনাহগার হবেন। সুতরাং ভালো হয় কোন স্বচ্ছ কর্ম করা। অথবা কষ্ট হলেও পুরো ট্যাক্স দেয়া।