As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3784

রোজা

প্রকাশকাল: 9 Jun 2016

প্রশ্ন

আসসালামুআলাইকুম। রোযার নিয়ত কি মুখে উচ্চারণ করে পড়তে হবে নাকি মনের নিয়তই যথেষ্ট? আর যদি মুখে নিয়ত করতে হয়, তাহলে কি আরবিতে নির্দিষ্ট কোন নিয়ত করতে হবে? দয়া করে কুরআন ও হাদিসের আলোকে দলীল সহ উত্তর দিলে খুব উপকৃত হব। ধন্যবাদ।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। মুখে করতে হবে না, নিয়ত মূলত হৃদয়ের বিষয়। যেভাবে নিয়ত বানানো হয়েছে এগুলো হাদীসে নেই।