As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3778

অর্থনৈতিক

প্রকাশকাল: 3 Jun 2016

প্রশ্ন

আপনি আমার থেকে ২০ বছর আগে ১ লক্ষ টাকট নিয়েছেন। এখন আপনি আমাকে কত টাকা ফেরত দিবেন?
২০ বছর আগে চাউলের দাম ছিল ৫ টাক সের। এখন ৩০ থেকে ৪০ টাকা। আপনি যদি বেশি টাকা দেন তাহলে এই বেশি টাকা কেন সুদ বলে গণ্য হবে না?

উত্তর

২০ বছর পর এক টাকা বেশী নিলেও সুদ হবে। টাকা না দিয়ে ২০ বছর আগে ১০০ বাস্তা চাল দিলে এখন ১০০ বস্তা চাল নিতে পারতেন।