As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 377

নামায

প্রকাশকাল: 10 Feb 2007

প্রশ্ন

হুজুর আমার প্রশ্ন হল যখন কেউ নামাজের ইমামতি করে তখন ঐ ইমামের নিয়ত কি ভিন্ন হবে নাকি আমরা সাধারণত যেই ভাবে করি সেইভাবে হবে?

উত্তর

দেখুন নিয়ত অর্থ হলো মনের সংকল্প। আমাদের সমাজে নিয়ত হিসাবে যা কিছু প্রচলিত তা হাদীসে নেই। ইমামের জন্য নিয়ত হলো তিনি নামায পড়াচ্ছেন এতটুকু সংকল্প তার মনে মনে থাকা।