As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3768

অর্থনৈতিক

প্রকাশকাল: 24 May 2016

প্রশ্ন

আসসালামু আলাইকু, হযরত আমি একটি সোয়েটার্স ফ্যাক্টরি তে শ্রমিকের কাজ করি। আমাদের ফ্যাক্টরিতে অডিট চলাকালীন সময় ডিউটি, বেতন ইত্যাদি বিষয়ে মিথ্যে বলা লাগে। আবার স্যালারী র সময় ফ্যাক্টরির স্যালারি শিটে মুল বেতন থাকে কিন্ত বায়ার শিটে বেতন কম করে দেখানো হয়। এমতাবস্থায় আমার চাকুরী থেকে উপার্জন কি হালাল হবে? আমি তো পরিশ্রম করেই জীবিকা উপার্জন করছি কিন্ত ফ্যাক্টরির কিছু অসৎনিতী র কারণে আমাদের মিথ্যের আশ্রয় নিতে হচ্ছে। দয়া করে জানাবেন এই উপার্জন টা হালাল নাকি হারাম এবং হারাম হলে করণীয় কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। বেতন হালাল হবে। তবে মিথ্যা বলার কারণে গোনাহ হবে। আপনি বাধ্য হলে সেটা আল্লাহ আর আপনার মাঝের বিষয়।