As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3751

তারাবীহ

প্রকাশকাল: 7 May 2016

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। শায়খ তারাবীহ নামায কত সময় নিয়ে পড়তে হবে। এবং এর রাকাত সংখ্যা কত?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। তারাবী নামায বেশী সময় নিয়ে পড়া উত্তম। রাকআত সংখ্যা খুব একটা বিবেচ্য নয়। ২০ রাকআতের কম পড়লে হবে না এই কথা গ্রহনযোগ্য নয়। বিস্তারিত জানতে আমাদের দেয়া 0053 নং প্রশ্নের উত্তর দেখুন।