As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 375

অর্থনৈতিক

প্রকাশকাল: 8 Feb 2007

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম, আমি একটি প্রাইভেট উনিভার্সিটি থেকে ইলেকট্রি্ক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করেছি। বর্তমানে কম্পানির চাকরি গুলো রেফারেন্স ছাড়া হয়না বললেই চলে, রেফারেন্স না থাকলে ইন্টারভিউ এর জন্যেই ডাকে না। এমতাবস্থায় আমিও যদি কারো রেফারেন্স বা সুপারিশের মাধ্যমে চাকরি নেই তাহলে সেটা কি জায়েয হবে?
কোন কম্পানি যদি ফ্রীজ, মোবাইল, আয়রন এই গুলো উৎপাদনের পাশাপশি টিভি ও বানায় তাহলে কি সেই কম্পানিতে কাজ করা ঠিক হবে? সেই কম্পানির ফ্যাক্টরিতে কাজ করলে অন্যান্য প্রোডাক্টের সাথে টিভি উৎপাদনের সাথেও থাকতে হবে। আবার সেই কম্পানির সার্ভিসিং এ কাজ করলে অন্যান্য প্রোডাক্টের সাথে টিভির ও সার্ভিসিং করতে হবে। এ দিকে টিভি মানুষ ভাল কাজে ব্যাবহার করবে না, এটা সবাই জানে। এরকম কম্পানিতে চাকরি পেলে করা যাবে কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ। যোগ্যতা সম্পন্ন ব্যক্তির যোগ্যতা সম্পর্কে সঠিক তথ্য প্রদানই মূলত রেফারেন্স। যোগ্য ব্যক্তির জন্য সত্য সুপারিশ ইসলামের উৎসাহ দেওয়া হয়েছে। যদি আপনার যোগ্যতা থাকে তাহলে কারো সুপারিশে চাকরী হলে তা না জায়েজ হবে না। তবে ঘুষ দেয়া সর্বাবস্থায় হারাম।