As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3749

বিবাহ-তালাক

প্রকাশকাল: 5 May 2016

প্রশ্ন

আসসালামু আলাইকুম…আমি একজন মুসলিম মেয়ে…গত ১ বছর ধরে আমার একটি মুসলিম ছেলের সাথে ভালোবাসার সম্পর্ক আছে…আমি আগে ঠিকমতো নামাজ-কালাম পড়তাম না…আল্লাহর রহমতে ঐ ছেলের মাধ্যমে আমি এখন ইসলামের হুকুম মেনে চলতে সমর্থ হয়েছি…আমাদের দুইজনের পরিবারও আমাদের সম্পর্কটা মেনে নিয়েছে…আমার পড়ালেখা শেষ হলে আমরা বিয়ে করতে চাই…ছেলের কিছু টাকা দেনা আছে…ছেলেও এই সময়ের মাঝে অর্থনৈতিভাবে সামর্থ্যবান হতে চায়…ছেলে সৌদি আরব থাকে…ছেলে বাহিরে যাওয়ার আগে আমাকে দেখেছে আর আমিও ছেলেকে দেখেছি…তখন আমাদের মাঝে কোনো সম্পর্ক ছিলো না…ছেলে সৌদি আরব যাওয়ার পর আমাদের মাঝে সম্পর্ক হয়েছে…তাই আমাদের সম্পর্কের পরে ছেলের সাথে আমার সরাসরি কোনোদিন দেখা হয়নি…আমাদের শুধু মোবাইলে যোগাযোগ হয়…আমি জানতে পেরেছি ইসলাম বিবাহ ব্যতীত এমন সম্পর্ককে সমর্থন করে না…এ বিষয় নিয়ে ছেলের সাথে কথা বললে সে বলে,আমাদের যেহেতু বিয়ে হবে তাই এটা বিয়ের পর জায়েজ হয়ে যাবে..কিন্তু আমি এটা নিয়ে বেশ চিন্তিত..

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। বিয়ের আগ পর্যন্ত এভাবে কথা বলতে পারবেন না। এটা ইসলাম সমর্থন করে না। আপনি তাকে এসে বিবাহের কাজ সম্পূর্ণ করতে বলুন। এরপর না হয় আবার সেখানে যাবে।