As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3746

সালাত

প্রকাশকাল: 2 May 2016

প্রশ্ন

السلام عليكم ورحمة الله وبركاته
জিজ্ঞাসা ১: তারাবীহ ও তাহাজ্জুদের নিয়ত কি এ রকম হবে (আমি কিয়ামুল লাইল পড়তেছি)
নাকি নির্দিষ্ট নিয়ত করতে হবে। জিজ্ঞাসা ২:তারাবীহ ও তাহাজ্জুদ কি একই জিনিস নাকি ভিন্ন দুইটা আলাদা নামাজ। তাহাজ্জুদ তো শেষ তৃতীয়াংশে কিন্তু তারাবীহ তো আমরা এশার পড়েই শুরু করি।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। নিয়ত হৃদয়ের বিষয়, মুখে কিছু বলার প্রয়োজন নেই। যে নামায পড়বেন হৃদয়ের ভিতর সেটা নিয়ে আসবেন। ২। উভয়ই কিয়ামুল লাইল। ঘুম থেকে উঠে পড়লে তাকে পরিভাষায় তাহাজ্জুদ বলা হয়। আর রমাদানের প্রথম রাত্রের কিয়ামুল লাইলকে পরিভাষায় তারবীহ বলা হয।