As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3742

অর্থনৈতিক

প্রকাশকাল: 28 Apr 2016

প্রশ্ন

আসসলামু আলাইকুম স্যার। আমি বাণিজ্যিক রফতানি বিভাগে একটি বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত আছি। আমাদের একজন ক্রেতার সাথে ভাল সম্পর্ক রয়েছে তিনি আমাকে একটি প্রস্তাব দিয়েছিলেন যে তারা যে পরিমাণ পণ্য চায় তা আমরা দিতে পারি না। সুতরাং তিনি আমাকে বলেছিলেন যে আমি যদি অন্য কোনও সংস্থার কাছ থেকে পণ্য সংগ্রহ করতে পারি তবে তিনি আমাকে একটি কমিশন দেবেন। এখন আমি জানতে চাই এই কমিশন হালাল নাকি হালাল নয়। যদি হালাল না হয় তবে আমি এটিকে হালাল করার জন্য কী করব?তবে আমি আমার সংস্থার কাজের সাথে আপস করি না। তবে আমার রিপোর্টিং বস জানেন। তবে উচ্চতর বস জানেন না।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। কমিশন নেয়া অর্থই হলো আপনি ব্যবসায়িক কাজে তার সহযোগী। আর অনেক সময় এই ধরণের প্রতিষ্ঠানে কর্মীদের জন্য ঐ প্রতিষ্ঠানে যে সব পন্য উৎপন্ন হয় সে সব পণ্যের ব্যবসা করতে নিষেধাজ্ঞ থাকে। যদি আপনার প্রতিষ্ঠানে এমন নিষেধাজ্ঞা না থাকে তাহলে কমিশন নিয়ে তাকে সহযোগিতা করতে আপনার কোন বাধা নেই।