As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3738

সালাত

প্রকাশকাল: 24 Apr 2016

প্রশ্ন

ফরজ ও সুন্নত নামাজে ৩য় ও ৪র্থ রাকাতে সূরা ফাতেহার পর কি অন্য কোনো সূরা পড়তে হয়?
নাকি শুধু সূরা ফাতেহা পড়েই রুকুতে যাব?

উত্তর

সুন্নাত নামাযে ৩য় ও ৪র্থ রাকাতে সূরা ফাতেহার পর অন্য একটি সূরা পড়বেন, ফরজ নামাযে পড়বেন না, শুধু সূরা ফাতিহা পড়বেন।