As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3736

ব্যক্তিগত ও তাবলিগ

প্রকাশকাল: 22 Apr 2016

প্রশ্ন

আসসালামু আলাইকুম প্রিয় ভাই। আমার গত প্রশ্নের উত্তর দিয়েছেন এজন্য আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক। আশা করি আমার আজকের প্রশ্নের উত্তরটা যথাসম্ভব দ্রুত দেওয়ার চেষ্টা করবেন। আমি একজন প্রাপ্তবয়স্ক বেকার যুবক। জেনারেল লাইনে পড়াশোনা করেছি। আমার ফ্যামিলি এখনো আমার ভরণপোষণ করেন। তারা প্রেকটিসিং মুসলিম না। আমি সদ্য দ্বীনে প্রবেশ করেছি। কোরআন,সুন্নাহ আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণের ইচ্ছাপোষণ করি এবং চেষ্টা করি তা মেনে চলার। কিন্তু কিছুক্ষেত্রে আমার ফ্যামিলি থেকে বাধা আসছে!যেমন একমুষ্টি দাড়ি রাখা তাদের পছন্দ না,বিভিন্ন অযুহাতে আমাকে দাড়ি কেটে ফেলার জন্য চাপ প্রয়োগ করে,দাড়ি ছোট করে রাখতে বলে। তারা আমাকে ঘুষ দিয়ে চাকরি নিয়ে দিতে চায়। আমি এগুলো মানতে চাই না এজন্য আমাকে তারা আগের মত পছন্দ করে না। আমাকে অবাধ্য সন্তান বলে এবং মাঝে মাঝে বাসা থেকে বের করে দেওয়ারও হুমকি দেয়। মানে তারা আমার ভরণপোষণ দিতে চায় না। আমার জানামতে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা অনেক বড় গুনাহ আবার একজন মুসলিমের উচিত আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসা। তাদের আনুগত্য করা সবার আগে। তারপর হচ্ছে মাতা পিতার আনুগত্য করা। এখন এমতাবস্থায় আমার কি করা উচিত বলে আপনি মনে করেন?দয়া করে আমাকে সদুপদেশ দান করবেন। যাতে আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট থাকেন। জাযাকাল্লাহু খাইরান।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি পরিপূর্ণ দ্বীন পালনের ক্ষেত্রে কোন আপোষে যাবেন না। তাদেরকে বুঝাবেন, যে আপনি যা করছেন ধর্ম পালরে জন্যেই করছেন। আর এতে আপনার স্বাময়িক কিছু অসুবিধা হলেও ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। আল্লাহ কুরআনে বলেছেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য পথ বের করে দেন। সুরা ত্বলাক, আয়াত নং ২। আপনাকে তারা কখনোই বের করে দেবে না, এগুলো শুধুই হুমকি। আপনি সালাতের পর আল্লাহর কাছে এই বিষয়টি সমাধানের জন্য দুআ করুন, আমারাও আপনার জন্য দুআ করি আল্লাহ যেন দ্বীনের উপর চলা আপনার জন্য সহজ করে দেন।