As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3733

তাফসীর

প্রকাশকাল: 19 Apr 2016

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমি এই প্রথম কুরআনের তাফসীর পড়া শুরু করেছি। শুরুতে কোন তাফসীর পড়লে কুুুরআনের অর্ত্থ বুুঝতে সুবিধা হবে? এবং এর পরবর্তীতে কোন তাফসীর পড়বো? দয়া করে প্রশ্ন দুুটির উত্তর দিবেন! জাযাকাল্লাহ খইরন!

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি প্রথমে তাওযীহুল কুরআন দিয়ে শুরু করতে পারেন। এরপর তাফসীরে ইবনে কাসীর পড়তে পারেন।