As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3730

লেনদেন

প্রকাশকাল: 16 Apr 2016

প্রশ্ন

আসসালামুআলাইকু,
আমি আমার এক বন্ধুর নতুন দোকান এর জন্য কিছু মালামাল নিজ জিম্মা নিয়ে এক দোকানের থেকে বাকীতে নিয়ে দেই। আজকে দিয়ে দিবো কাল দিয়ে দিবো বলে আজ প্রায় ১০ বছর পার হয়েগেছ। এখনও আমার বন্ধু দোকান এর বকেয়া টাকা পরিশোধ করছে না। এখন এই বকেয়া টাকা কি আামাকে পরিশোধ করতে হবে? এখন আমার করনিয়ো কি যানাবেন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি যেহেতু জিম্মা নিয়েছেন সেহেতু আপনি এখন পরিষোধ করে পরে আপনার বন্ধুর থেকে উক্ত টাকা নিয়ে নিবেন।