As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 373

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 6 Feb 2007

প্রশ্ন

আসসালামু আলাইকুম, শাইখ আমি এক গুনাহ গার বান্দা। গত ৪ জানুয়ারির ভুমিকম্পের পর আমার মনে তিব্র মৃত্যু ভিতি কাজ করে। এরপর থেকে আমি সিগারেট খাওয়া ছেড়ে দেয় এবং নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ পড়ি। আমার এক মেয়ের সাথে প্রেমের সম্পর্ক আছে। ইসলামে প্রেম করা হারাম। আমি তার সাথে সম্পর্ক রাখার জন্য নিজেকে অনেক অপরাধি মনে হয়। জিবনে কারর মনে কষ্ট দেয় নাই এই কারনে অই মেয়ের মনেও কষ্ট দিতে পারছিনা। এদিকে আমি যে সর্ব শক্তিমান আল্লাহর কাছে গুনাহগার হয়ে যাচ্ছি। আমি জানি অই মেয়ের সাথে সম্পর্ক রাখা আমার উচিত না। কিন্তু আমি পারছি না সম্পর্ক ভাংতে। আমি জানি আপনি বলবেন সম্পর্ক ভেঙ্গে দিতে। কিন্তু এটা আমি পারছি না। শয়তান বার বার আমাকে প্রতারিত করছে। আপনি আমাকে পরামর্শ দিন আমি কি করবো

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। বিবাহপূর্ব সম্পর্ক ইসলামে হারাম। আর আপনি হারাম জানার পরও এইং কাজে লিপ্ত থাকবেন এটা খুবই অন্যায়। আপনি বিয়ে করে নিতে পারেন। অন্যথায় মোবাইল পরিবর্তন করুন, ঐ মেয়ের সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিন। এ ব্যাপারে শক্ত সিদ্ধান্ত গ্রহন করুন। আল্লাহ তায়াল কুরআনে বলেছেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا যে আল্লাহকে ভয় করবে আল্লাহ তার জন্য পথ খুলে দিবেন। সূরা ত্বলাক, আয়াত ২ং। সুতরাং আমরা আশা করি যদি আপনি আল্লাহকে ভয় করে এই গুনাহ থেকে বিরত হন তাহলে আল্লাহ তায়ালা আপনার জন্য কোন কল্যানকর পথের ব্যবস্থা করে দিবেন । আল্লাহর কাছে গুনাহের কাজ থেকে বিরত থাকার জন্য দুআ করুন। আমরা আপনার জন্য দুআ করি আল্লাহ আপনাকে সবধরনের গুনাহর কাজ থেকে বিরত থাকার তাওফীক দিন।