আসসালামু আলাইকুম, এশা মাগরীব ফজর নামাজে যদি মসজিদে গিয়ে দেখি ইমাম সূরা ফাতেহা শেষ করে অন্য সূরা পড়ছে, তখন আমি তাকবিরে তাহরিমা দিয়ে হাত বেধে সূরা ফাতেহা পড়ব? না ইমাম সাহেব যে অন্য সূরা পড়ছে তা শুনব?
উত্তর
উত্তর ওয়া আলাইকুমুস সালাম। ইমাম সাহেব যা পড়ছে তা শুনবেন।