As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3707

ব্যক্তিগত ও তাবলিগ

প্রকাশকাল: 24 Mar 2016

প্রশ্ন

আচ্ছালামু আলাইকুম। আমার প্রশ্ন হলো আমি আমার দাদাকে টাকা দিতে চাই (তার হাত খরচের জন্য) কিন্তু আমার পিতা দিতে নিষেধ করেন সে ক্ষেত্রি আমার কি করনীয়। যদিও আমার পিতা ইসলাম বুঝে না এবং পিতামাতার খেদমত সম্পর্কে তার জ্ঞান নেই।

উত্তর

ওয়া আলাইকমুস সালাম। আপনি আপনার উপার্জন থেকে আপনার দাদাকে দিতে পারবেন। এক্ষেত্রে আপনার পিতার কথা শোনার প্রয়োজন নেই।